মেহেদী
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
মেহেদী রঙ্গে তুমি
রাঙ্গালে মোর হাত
তোমার প্রতি এ হৃদয়ের
এ কেমন আর্তনাদ।
মন মাতানো অনূভূতিতে
সুখের রাঁশি-রাঁশি
ফুলের মাঝে খুঁজে পাই যেন
তোমার মুখের হাসি।
যখনই তাকাই আমি
দুটি হস্ত পাতে
তখনি শত স্মৃতির মাঝে
মনে পড়ে তোমাকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।